ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
অবশেষে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নাচোল থানার এসআই আতাউর রহমানকে ভোলাহাট থানায় বদলী করা হলে। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর নাচোল ইউপির হাঁকরইল গ্রামে এসআই আতাউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স মাদক (চোলাই মদ) উদ্ধার করে। উদ্ধারের পর মাদক তৈরীকারীদের কাউকে আটক না করে ওই গ্রামের মৃত রমজান হাজীর ছেলে নিরাপরাধ মজিবুর রহমানকে চড় মেরে হ্যান্ডকাপ লাগিয়ে উদ্ধারকৃত মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে স্থানীয় গ্রামবাসী প্রতিবাদ করে। এক পর্যায়ে গ্রামবাসী পুলিশকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছিলে বিচার না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকেও অবরুদ্ধ করে। শেষে নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, অন্যান্য ইউপি সদস্যদের মধ্যস্থতায় ঘটনার সমাধান হয়। এরই জেরে পুলিশ সুপারের নির্দেশে এসআই আাতাউর রহমানকে ভোলাহাট থানায় বদলী করা হয়েছে।

Reporter Name 
















