সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে শিশু সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দুইদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ২৪ ডটকম এ কর্মশালার আয়োজন করেছে।শুক্রবার (৯ জানুয়ারি) সকালে জেলা শহরের কলেজ মোড়ে অবস্থিত দ্যা গ্রাউন্ড অ্যাসেম্বলি হল নামের একটি কমিউনিটি সেন্টারের সভাকক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্ত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, বিডিনিউজ২৪ ডটকমের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, একটি ঘর যেমন চারটি পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটি রাষ্ট্রও চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংবাদমাধ্যম। সংবাদমাধ্যম বাকি তিনটি বিভাগকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রকে সঠিক পথে চলতে সহায়তা করে। তোমরা আজ সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে যাচ্ছ।বিশেষ অতিথি মো. শাহজাহান আলী বলেন, আমি আমার সন্তানদের ‘আপনি’ বলে সম্বোধন করি। কারণ শিশুদের সম্মান দিলে তারাও সম্মান করতে শেখে। শিশুরা পরিবেশের প্রতিফলন। তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে তারাই আমাদের একটি সুন্দর দেশ উপহার দেবে। বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকে। প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হ্যালো বিডিনিউজ২৪ ডটকমের জেলা তত্ত্বাবধায়ক সুজন মোহন্ত, বিডিনিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান এবং বিডিনিউজ২৪ ডটকমের ইন্টারন্যাশনাল ডেস্কের সাব-এডিটর তণুশ্রী বিশ্বাস।প্রথম দিনে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, ফিল্ডে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও দলভিত্তিক অনুশীলনের মাধ্যমে শিশুদের সাংবাদিকতার প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে সহায়তা করেন।

Reporter Name 

















