নীলফামারী প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঝুনাগাছচাপানী বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রশিদুল ইসলাম বিএসসি, করিম বকস্,হাসানুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টু, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা ও জিয়া পরিষদ সেকেটারী আলমগীর বাদশা, ঝুনাগাছচাপানী ইউনিয়ন যুবদলের সিনিয়ার সহ-সভাপতি জিল্লুর রহমান, যুবনেতা আলমগীর হোসেন,উপজেলা ওলামা দলের সেকেটারী হাফেজ আব্দুর রশিদ লেবু,৮ নং যুবদলের সভাপতির ডাঃ মোকছেদুল,৫ নং যুবদলের সভাপতি আঃহক ৭ ওয়ার্ড যুবদলের সভাপতি মোকছেদুল ও যুবদলের মজিদ, মোস্তফা, রব্বানী প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা ও কর্মী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Reporter Name 








