নিজস্ব প্রতিবেদক ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম ।
তিনি আড্ডা বাজার, জিনার পুর বাজার , দান্দিপুর, শেখপুরা, বড়দাদপুর, জিওলবাল্লা, জগৎ, মাধাইপুর, এনায়েতপুর, নবগ্রাম, ছোটদাদপুর, মেহেরপুর, দেওপুরা, জামালপুর,মহেষপুর, শেরপুর, ব্রাহ্মণ গ্রাম , রাইহো গ্রাম , সিদ্ধিগ্রাম , বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং পরে তিনি পার্বতীপুর আড্ডাবাজারে পথসভা করেন।
সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি’ নেতা ইয়াসিন সদ্দার , শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সুমন, প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, প্রত্যেক নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ও মহল্লায় মা বোনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন করতে বলেন।

Reporter Name 


















