নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় কমিটির কর্মসূচী অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুর বিএনপির আয়োজনে শুক্রবার
রাতে গোমস্তাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ,উপজেলা বিএনপির আহবায়ক মোয়াজ্জেল হোসেন ( ভারপ্রাপ্ত)
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বাঙ্গাবাড়ি ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রাজ, পার্বতীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি, সহ-সভাপতি ইসরাইল হোসেন,মোশাদ্দেক হোসেন তুষার, বাঙ্গাবাড়ি ইউনিয়ন এর সহ সাধারণ সম্পাদক, কায়উম আলী, বিএনপি নেতা মোস্তফা প্রমূখ।
অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য স্থানীয় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীগণ তাদের প্রিয়মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।
দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন,সাবেক উপজেলার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

Reporter Name 











