শফিকুল ইসলাম গোমস্তাপুর:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীকে ঢাকায় দুর্বৃত্তরা গুলি করে আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখা।
শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে রহনপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সরদার, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন, চৌডালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে আলহাজ আমিনুল ইসলাম শরিফ ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আহত হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেন।

Reporter Name 



















