চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় নিজ বসতবাড়ীতে তিন কোটি টাকার মূল্যের অবৈধ মাদক হেরোইন’সহ চিহ্নিত মাদক কারবারী এবরান আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি’র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামস্থ ধৃত আসামী এবরান আলী (৫৫) এর বসতবাড়ী হতে ৩.১ (তিন কেজি একশ) গ্রাম অবৈধ মাদক হেরোইনসহ তাকে আটক করা হয়।
ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সময় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা সকল এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ ০০:৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি’র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে বর্ণিত আসামী এবরান আলী (৫৫) তার নিজ বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য মজুদ রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি’র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে পৌঁছে রাত ০১:০৫ ঘটিকায় চিহ্নিত মাদক কারবারী ১। এবরান আলী (৫৫), পিতা-মোঃ মাহাতাব উদ্দিন, সাং-মালবাগডাঙ্গা সোনাপট্টি, ৩নং ওয়ার্ড ১২নং চর বাগডাঙ্গা ইউপি, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর আলাদাভাবে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রক্ষিত বাদামী রংয়ের ৩,১০,০০,০০০ (তিন কোটি দশ লক্ষ) টাকা মূ্ল্যের ৩.১ (তিন দশমিক এক) কেজি মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

Reporter Name 


















