চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে শহীদ আসাদুল্লাহ তুহিনের পিতাকে সঙ্গে নিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান এবং জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান।
মনোনয়নপত্র দাখিল শেষে নূরুল ইসলাম বুলবুল বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তনের লক্ষ্যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত আধুনিক, উন্নত এবং একটি মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। সে লক্ষে আমি দেশবাসীসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাবাসীর দোয়া ও সমর্থন চায়, আপনাদের সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জকে আমরা গড়ে তুলবো। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ এনে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।

Reporter Name 


















