মোঃমশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) অফিস চত্বরে ২৬ নভেম্বর(বুধবার)দুপুরে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় ঝুনাগাছচাপানী-১/২ শাখার ৩২ জন অপুষ্ট শিশুকে উচ্চ ক্যালরি সম্পন্ন পুষ্টিকর খাবার উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় শিশুদের সঠিক পুষ্টির বিষয়ে পরামর্শ প্রদান করা হয় এবং অপুষ্ট ম্যাম/স্যাম শিশুদের জন্য উচ্চমান ক্যালরি সমৃদ্ধ পুষ্টিকর খাবার বাবদ অনুদান, পুষ্টি খিচুড়ি ও পুষ্টিকর হালুয়ার রেসিপি দেয়া হয়, যাতে শিশুরা উন্নত পুষ্টি পেতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হেলথ ইন্সপেক্টর হায়দার আলী।আরো উপস্থিত ছিলেন ইএসডিও পিপিইপিপি ইইউ প্রকল্পের উত্তর পশ্চিমাঞ্চলের টেকনিক্যাল অফিসার নিউক্রিশন মাহবুবুর রহমান, ইউএসডিও ঝুনাগাছচাপানী ১/২শাখার শাখা ব্যাবস্থাপক জাফর ইকবাল ও দিজেন পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও পিপিইপিপি ইইউ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপকরণ ভোগী মহিলারা।
অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকে এসএফ।
উল্লেখ্য, এই উদ্যোগটি প্রকল্পের আওতায় শিশুদের পুষ্টির মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নেয়া হয়েছে, যাতে অপুষ্টি দূর করা এবং শিশুদের সুস্থ, সুন্দর জীবন নিশ্চিত করা যায়।

Reporter Name 











