এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ স্বদেশ প্রত্যাবর্তন, এ উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌডালা ইউনিয়ন শাখার উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের জোহুর আহম্মেদ মিয়া কলেজ থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে চৌডালা বাজারে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, চৌডালা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চৌডালা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সাব্বির মন্ডল, কৃষক দলের সাধারণ সম্পাদক বাইরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সাবেক সভাপতি রেজাউল হক সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আতাউর রহমান বলেন তারেক রহমানকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন।
দীর্ঘ ১৭ বছর পরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশে ফিরেছেন। তারেক রহমান বিগত দিনের ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানামুখী চাপে রেখে তাকে দেশে আসতে দেয়নি। আজ ২৫ ডিসেম্বর আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। দেশবাসী উৎসবমুখর পরিবেশে আমাদের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে বরণ করছে।

Reporter Name 



















