ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বাইলকা পাড়া গ্রামে চোর ধরতে গিয়ে বাড়িওয়ালা গুরুতর জখম হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বাইলকা পাড়া গ্রামের সাইদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা গেছে, সাইদুর রহমান তার বাগানের পেয়ারা বাজারজাত করার জন্য প্রায় ৫০ টি ক্যারেট বাড়িতে রাখে। এর একদিন আগের রাতে ক্যারেটগুলো চুরি হয়ে যায়। এরই সূত্র ধরে সাইদুর রহমান ঐ চোর ধরার জন্য ঔত পেতে থাকে। এই দিন রাত ১২ টার দিকে আবার সেই চোর বাকি ক্যারেটগুলো চুরি করতে আসলে সাইদুর রহমান টের পায় এবং চোরকে ধরতে গিয়ে তার মাথায় মারাত্মক আঘাত লাগে।
আহত অবস্থায় তাকে নাচোল মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
জানা গেছে, ঐ চোর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল এলাকার বাসিন্দা রেজাউলের ছেলে রনি। একটি ভ্যানে করে সে ক্যারেটগুলো চুরি করতে এসেছিল। ৫ নং ওয়ার্ড মেম্বার মাজিবুল হক বলেন, চোর ধরা পড়েছে এবং এ বিষয়ে নাচোল থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনাটির সত্যতা স্বীকার করে নাচোল থানা পুলিশ প্রতিবেদকে জানিয়েছেন, ঐ চোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়এবং পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Reporter Name 


















