এইচ এম ফারুক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী রেল স্টেশনের পাশে মানসিক ভারসাম্যহীন মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ২০২০ সালের দিকে কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছিলো। মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিম প্রায় সাড়ে ৬ বছর ধরে মানসিক ভারসাম্যহীন মানুষ কে তার নিজ পরিবারের কাছে তুলে দিচ্ছেন মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিম সভাপতি আব্দুল গনি ফিটু। আব্দুল গনি ফিটু চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ সদরসহ অনেক এলাকায় ঘুরে, ঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষ কে সংগ্রহ করে তার আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। এ পর্যন্ত মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিমের সহায়তায় ১০১৯ জন এবং ভারতীয় ৩ জন মানসিক ভারসাম্যহীন মানুষ কে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে এখন মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিম পরিবারে ৬ জন মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে। তাদের পরিবারের সন্ধান পাওয়া গেলে তাদের কে পরিবারের কাছে মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিমের সহযোগিতায় তাদের নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সমাজে আমরা অনেকেই এমন মানুষের পাশ কাটিয়ে যায় যাদের মাথার উপরে নেই ছাদ, নেই পরিচ্ছন্ন কাপড়, নেই চিকিৎসার সুযোগ কিন্তু একজন মানুষ আছেন যিনি এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তাদের লম্বা চুল গুলো কেটে করেছেন সুন্দর ও স্বাবলীল, তাদের পড়িয়েছেন পরিচ্ছন্ন পোশাক।কেউ যখন ফিরে দেখে না তখন পাশে দাঁড়িয়ে পুনর্বাসন এর ব্যবস্থা করে দেন তিনি। ২৫,৩০,৪০ বছর পরেও অনেকে ফিরে পেয়েছেন নিজের পরিবার।
রাস্তা থেকে অসহায় পাগলদের তুলে নিয়ে আশ্রয় দেয়াই তার নেশা। ফিটু শুধু আশ্রয় না,পরম যত্নে আগলে রেখে তাদের ব্যবস্থা করেন চিকিৎসার, সঠিক বাসস্থানের। দিন শেষে তারা যেন পরিবারের কাছে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করছেন নিজ উদ্যোগে। এজন্য লোকে বলে তাকে মানবিক ফিটু।

Reporter Name 



















