জাহিদ হাসান (নাটোর ) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভাতিজা ও চাচাতো ভাইয়ের নির্যাতনে এক বৃদ্ধ দম্পতি প্রায় ১৫ দিন ধরে নিজ বাড়িতে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে । উপজেলার ১ নং জোয়ারী ইউনিয়নের কুমরুল গ্রামে আলহাজ্ব মোসলেম উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে এমন অমানবিক ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সরেজমিনে গেলে তাদের নিজ ঘরে আতঙ্কিত অবস্থায় পাওয়া যায়।
এর আগে ২২ নভেম্বর সকালে একা পেয়ে দুই ভাতিজা তৌকির ও তারেক এবং চাচাতো ভাই ফিরোজ ওই বৃদ্ধ মোসলেম উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। স্ত্রী খাদিজা বেগম তাকে উদ্ধারে গেলে তাকেও মারধর করা হয়। পরে পরিবারের অন্য সদস্য ও এলাকাবাসীর সহায়তায় তারা প্রাণে রক্ষা পান।
ঘটনার পর থেকে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসায় তারা বাড়ির বাইরে হতে সাহস পাননি। অসুস্থ হওয়া সত্ত্বেও চিকিৎসা নিতে না পেরে তারা ঘরেই মানবতার জীবন যাপন করে আসছিলেন ।
ঘটনার পর ২৪ নভেম্বর বৃদ্ধ দম্পতির জামাতা, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর এক কর্মকর্তা, বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গণমাধ্যমকর্মীদের নজরে এলে সাংবাদিকদের সহযোগিতায় বৃদ্ধ দম্পতি অবশেষে ঘর থেকে বের হতে সক্ষম হন।
এ ঘটনায় দম্পতির একমাত্র ছেলে মাসুম আহমেদও বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

Reporter Name 








