এমরান আলী বাবু,
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে রহনপুর বাজার গোলামাঠ সংলগ্ন একটি ক্রীড়া সংগঠনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মামলার ভুক্তভোগীদের মধ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ি নেতা মির্জা হাসনাউল হক ডাবলু। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাসুদ রানা পালানু, মোবারক হোসেন টনি, দুলাল, ব্যবসায়ি জীবন আলী, রাকিব আলি, নাদিম হোসেনসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রহনপুর পৌর এলাকার খোয়াড়মোড়ে ছোট পরিবহন থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এলাকার চাঁদাবাজ ও নানা অপকর্মে জড়িত ফেরদৌস রানা শান্ত ও তার ছেলে তন্ময় ওই এলাকার কয়েকজন ব্যবসায়িকে কুপিয়ে জখম করে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। তারা এ ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওই এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়। সংবাদ সম্মলনে আরোও জানানো হয় গত ৫ ডিসেম্বর সকালে খোয়াড়মোড়ে মানববন্ধন করে তাদের নামে মিথ্যাচার করা হয়। তারা এঘটনার ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।

Reporter Name 



















