ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদীর প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৪ জানুয়ারি) সকালে পরিচালিত অভিযানে নাউতারা ইউনিয়নের নটাবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোলাম রাব্বানী নামে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়। জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং গ্রাম পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “নদী আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে পরিবেশ ও জনজীবনে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। যারা আইন অমান্য করে নদী ও পরিবেশ ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এতে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জনস্বার্থ রক্ষা, নদী ও পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Reporter Name 

















