ফারুক হোসেন ডন, বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার জনবন্ধব জাতীয়তাবাদী দল (বিএনপি’র) অন্যতম নেতা, বাংলাদেশের রাজনীতিতে ‘৯০ দশকের ছাত্র আন্দোলনের মেধাবীছাত্র ছাত্রদলের নেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ) এর আহসানউল্লাহ হলের ভিপি ও ছাত্রদল সভাপতি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিজ্ঞ উন্নয়ন ( রাস্তাঘাট, ব্রিজ/কালভার্ট, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান সহ জীবনমান উন্নয়নের অন্যান্য অবকাঠামো) ও ব্যবস্থাপনা বিশেজ্ঞ ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এক বার্তায় বলেন – খ্রিস্টানদের একটি আনন্দঘন এবং উৎসব, যা পৃথিবীজুড়ে মানুষের জীবনে নতুন আশা, শান্তি, এবং ভালোবাসা নিয়ে আসে। খ্রিষ্টীয় ধর্মে এটি যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে উদযাপিত হয়, একটি উৎসবে বাংলাদেশেও বড়দিনের উৎসবকে ঘিরে পরিবারের সঙ্গে মিলনমেলা, উপহার দেওয়ার আনন্দ, আর শুভেচ্ছার আদান-প্রদান ঘটে।
তিনি আরও বলেন, প্রার্থনা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করেন। সেই সাথে।
ধর্ম যার যার বাংলাদেশ সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেন তিনি।

Reporter Name 



















