জাহিদ হাসান
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও হারোয়া এলাকায় এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাল নোট ছড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত বামিহালি বাজার ও রহিমের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন হারোয়া রহিমের বটতলা এলাকার বাসিন্দা সফিকুল মোল্লা, যিনি রহিমের মোড় বটতলায় একটি মুদির দোকান পরিচালনা করেন।
বামিহালি এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৪৫), যিনি বামিহালি বাজারে তেল ব্যবসা করেন।
অভিযানকালে সফিকুল মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি একজন এনজিও কর্মীর মাধ্যমে জাল নোট সংগ্রহ ও বাজারে ছড়িয়ে দিতেন। এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন—
বড়াইগ্রাম উপজেলার দয়ারামপুর শাখার আভা এনজিওর মাঠকর্মী ইমরান হোসেন (৩৫)।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাল নোট সিন্ডিকেট নির্মূলে পুলিশ নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার রেখেছে।জাল নোট চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তাদের মাধ্যমে কতটুকু জাল নোট বাজারে গেছে—তা যাচাই করা হচ্ছে। আটক দুজনকে থানায় হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

Reporter Name 
















