পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে শনিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫ টার দিকে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সুত্রে জানা যায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকট ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় প্রতিপক্ষ ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ (নং-২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় আঙ্গরপোতা বিওপির বিজিবি টহলদল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
বিজিবি আরও জানায়, আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ৫১ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করে উক্ত বিএসএফ সদস্যের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

Reporter Name 



















