ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ আশরাফ হোসেন আলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এর মধ্য দিয়ে তিনি আবারও দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদে বহাল হলেন।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা মোঃ আশরাফ হোসেন আলিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৩ নভেম্বর ২০২৫ তারিখ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, মোঃ আশরাফ হোসেন আলিম গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে তৃণমূল নেতাকর্মীদের বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এর আগে কেন্দ্র থেকে তাঁর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।আশরাফ এর এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে নাচোল- গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা বিএনপিতে সাধারণ জনগন ও নেতাকর্মীদের মাঝে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর এই প্রত্যাবর্তনকে গোমস্তাপুর উপজেলার রাজনীতিতে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনীতিক বিশ্লেষকরা।

Reporter Name 
















