বিএনপি নেতা বাবর আলী বিশ্বাস এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় মালা দিয়ে বরণ-বরেন্দ্র নিউজ
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটেল উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় মালা দিয়ে বরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫নভেম্বর ) বিকেলে আম ফাউন্ডেশন সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির দলীয় কর্মীরা মালা দিয়ে বরণ করেন।
রবিবার (১৩ নভেম্বর ২০২৫) বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলা বিএনপি নেতা মোঃ বাবর আলী বিশ্বাসকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৩ নভেম্বর ২০২৫ তারিখ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খিজির হায়াত মোল্লা,সহসভাপতি জামাল উদ্দিন,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন সেক্রেটারি ইব্রাহিম সেলিম,গোহালবাড়ী ইউনিয়ন সভাপতি বাবুল আলী,সেক্রেটারি মজনু মিয়াসহ অন্যরা।
এসময় বাবর আলী বিশ্বাস বলেন,আমার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় জাতীয়াতাবাদী দল বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত দিনে যেমনিভাবে দলের জন্য জীবন দিয়ে কাজ করেছি আগামীতেও দলের জন্য ধানের শীষের জন্য কাজ করে যাবো।

Reporter Name 











