ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল করলেন জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদ। ৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর হাঁসপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতা শামসুল হোদার সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর সকাল ৬ টার সময় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যান। তার রুহের মাগফিরাত কামনা করে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র স্থানীয় বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। এসময় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাঁসপুকুর জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী।

Reporter Name 

















