ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়স্থ মেডিকেলের পশ্চিমে নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় নবনির্মিতব্য নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ আনসারুল ইসলাম নয়ন বলেন,ভোলাহাট উপজেলার গরীব মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পর্যায়ে নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো। এ হাসপাতাল চালু হলে দেশের অন্যান্য অঞ্চলের মতো ভোলাহাট উপজেলায়ও স্বাস্থ্য সেবার মান উন্নত হবে। এসময় তিনি এলাকার লোকজনের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন এলাকার কিছু মানুষ ভালো কাজে বাধা দিচ্ছে এগুলো রুখে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,এ.কে রিয়েল স্টেট এর ম্যানেজিং ডিরেক্টর মুন্সি মাহফুজ হাসনাত কামরুল, ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ অন্যরা।


Reporter Name 
















