ভোলাহাটে বিজয় দিবসে জামায়াতের র্যালি
উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আম চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান বলেন, বাংলাদেশকে শোষণ, বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত করার যে প্রত্যাশা ছিল, তা এখনও পূরণ হয়নি। স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছরের রাজনীতিতে বিভাজন ও বৈষম্যের রাজনীতি দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।
তিনি বলেন, পাকিস্তানি শাসকেরা আমাদের সঙ্গে যে বৈষম্য করেছিল, স্বাধীনতার পরও বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষের সঙ্গে একই ধরনের আচরণ করা হয়েছে। আমরা আর এই অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই না।
ড. মিজানুর রহমান আরও বলেন, আমরা একটি বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। শহীদদের রক্ত সেদিনই সার্থক হবে, যেদিন সকল ধর্ম, দল ও শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে।
ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা শামসুজ্জামান আলকাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ, ভোলাহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি তোহিদুর রহমান, বাইতুলমাল সম্পাদক কারী আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, যুব সভাপতি মো. আনোয়ারুল হক, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মো. সালাউদ্দিন সোহাগ, সেক্রেটারি মো. আব্দুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Reporter Name 



















