নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ আনসার আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চাঁপাইনবাবগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। উপজেলা ছাত্রদল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম,
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন, সদস্য সচিব মোঃ মনসুর আলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ হাসেন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রেশমাতুল আরশ রেখা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আল হেলাল, দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদল শাখার সাবেক সভাপতি মোঃ আরাফাত সানি । বিশেষ দোয়া পরিচালনা করেন কাজী মাও আব্দুল মাজিদ। উল্লেখ্য দোয়া মাহফিল অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রায় ১২’শ দুঃস্থ ও উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Reporter Name 
















