চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বসত বাড়িতে খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়কালে ১৬৫ গ্রাম হেরোইন সহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-৫,সিপিসি-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২১ নভেম্বর ২০২৫ তারিখ ১৭:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ২নং গোয়ালবাড়ী ইউপি’র সুরানপুর (কচিপাইকড়) গ্রামস্থ ধৃত আসামী ১। মোছাঃ ময়না (৪০), স্বামী-মোঃ রবিউল ইসলাম, ২। মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা-মৃত সহিমুদ্দিন, উভয় সাং-সুরানপুর (কচিপাইকড়), থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর বসতবাড়ীর দক্ষিন দুয়ারী ঘরের ভিতর আসামীদ্বয়ের হেফাজত হতে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২১ নভেম্বর ২০২৫ ইং তারিখ র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন সুরানপুর (কচিপাইকড়) গ্রামে ধৃত আসামীদ্বয়ের বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন সুরানপুর (কচিপাইকড়) গ্রামে ধৃত আসামী ১। মোছাঃ ময়না (৪০) ২। মোঃ রবিউল ইসলাম (৪২) দ্বয়ের বসত বাড়ীর দক্ষিন দুয়ারী ঘরের ভিতর হতে আসামীদ্বয়ের নিজ হেফাজত হতে ১৬৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করা হয়।

Reporter Name 
















