নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে,
রাজশাহীর মোহনপুর উপজেলায় (৯ ডিসেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস -২০২৫ “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও অদম্য নারী জয়িতাদের সম্বর্ধনা দেওয়া হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার সভাপতিত্বে ও প্রভাষক আমজাদ হোসেন এর সঞ্চালনায় সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আরএমও) অফিসার ডাঃ ফারহানা ইয়াসমিন শিখা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে এসময় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা সরুপ ক্রেস্ট ও সনদপত্র (শাল-চাদর) প্রদান করা হয়।

Reporter Name 



















