গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ (নভেম্বর) সকালে রহনপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে অবস্থিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মরহুম বাইরুল চেয়ারম্যান এর নিজস্ব অফিসে
নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা বিএনপি’র আয়োজনে, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গনি হামিদ চৌধুরীর
সভাপতিত্বে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তারুল ইসলাম, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রানা। রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, সিনিয়র সহসভাপতি সহিমুদ্দিন রেজা, সাধারণ সম্পাদক সামাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ। রহনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আজিবুর রহমান। গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল রায়হান। উপজেলা শাখা জিয়া মঞ্চের সদস্য সচিব আফাজুর রহমানসহ ৩ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিতি নেতৃবৃন্দ একযোগে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা কামনা করেন।

Reporter Name 











