ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিএনপির চেয়ারপার্সন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলায় রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার সময়
২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে স্হান:
শ্যামপুর হাট মাঠে চেয়ারপার্সন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মুন্ডল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার আলী মীর
সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী -৩ (পবা-মোহনপুর) বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ- সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার, পবা উপজেলার নওহাটা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মুকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলনেতা সিনিয়র সাজ্জাদ হোসেন, আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ সাবেক উপাধ্যাক্ষ মকবুল হোসেন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী,
৪নং মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনূস আলী মুন্ডল,
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পলাশ উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, যুবদল নেতা নাহিদ হাসান, আসলাম সরকার,
স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দল নেতৃবৃন্দসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পযার্য়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter Name 


















