জাহিদ হাসান
নাটোর
রাজশাহী প্রতিনিধি :
সারাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত ও অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের নিয়ে রাজশাহী বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের উদ্যোগে মিলন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগেও সভাপতি হাবিবুর রহমান, এবং সাধারণ সম্পাদক আশিক ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ ও বড়াইগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর ভিলেজ ইলেকট্রিশিয়ান মোঃ মনজুরুল আলম , মোঃ আমিরুল ইসলাম সহ অনুমোদিত ইলেকট্রিশিয়ান মোঃ আব্দুল কাদের, নাটোর জেলা, অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান মোঃ শহীদ শাহজামান শহীদ এবং নওগাঁ জেলা ভিলেজ ইলেকট্রিশিয়ান পরিষদের রামন সম্পাদক মোঃ ফকরুল ইসলাম ফকরুল সহ বিস–১৩২ ও বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ানবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নিরাপদ বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত ভিলেজ ইলেকট্রিশিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, গ্রাহকসেবা বৃদ্ধি, বিদ্যুৎ চুরি প্রতিরোধ এবং বৈদ্যুতিক দুর্ঘটনা কমাতে তাদের আরও দক্ষ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। কিছু কিছু পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম বহির্ভূতভাবে বি সি লাইসেন্স প্রদান করছে যা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়ম বহির্ভূত বক্তারা আরও বলেন, ভিলেজ ইলেকট্রিশিয়ানদের নৈতিকতা, পেশাদারিত্ব ও দ্রুত সেবাদান গ্রামাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। এসময় পল্লী বিদ্যুৎ সমিতি–১ ও সমিতি–২–এর প্রতিনিধিরা পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন।দিনব্যাপী মিলন মেলায় অভিজ্ঞতা বিনিময়, সমস্যা নিরসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আরও আলোচনা হয় ইলেকট্রিশিয়ানের মধ্য কেহ মারা গেলে ১০০০০০, টাকা প্রদান করা হবে,কেহ অস্হূ হলে ৫০০০০ টাকা প্রদান করা হবে, পরে এক সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

Reporter Name 

















