ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
দেশের স্থিতিশীল পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা রোধে লালমনিরহাট ও নীলফামারী জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫১ বিজিবি)।
সম্প্রতি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এই নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়। কেউ যেন সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে অথবা অবৈধভাবে কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর অংশ হিসেবে নীলফামারী জেলার বালাপাড়া, গোমনাতি, কেতকীবাড়ী, ঠাকুরগঞ্জ, বার্নিরঘাট, কালিগঞ্জ, ঠ্যাংঝাড়া এবং লালমনিরহাট জেলার ডাঙ্গাতাড়ী, চরখরিবাড়ী, কুচলীবাড়ী, পাটগ্রাম, কলসিমুখ, পানবাড়ী, দহগ্রাম ও আঙ্গুরপোতা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্র জানায়, সীমান্তসংলগ্ন সড়ক, গুরুত্বপূর্ণ যাতায়াত পথ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের নিবিড়ভাবে তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়া সীমান্ত এলাকায় অনুপ্রবেশ প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড আগেভাগে শনাক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতায় তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন জানান, লালমনিরহাট ও নীলফামারী জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Reporter Name 



















