চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে নিউজ ২৪ টেলিভিশনের রফিকুল আলম সভাপতি এবং যমুনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি একেএস রোকন (৭১ টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (গ্লোবাল টেলিভিশন) অর্থ সম্পাদক জহুরুল ইসলাম (ডিবিসি টেলিভিশন) দপ্তর সম্পাদক আজিম উদ্দিন (বাংলা টেলিভিশন) এবং নির্বাহী সদস্য আব্দুল ওহাব (বৈশাখী টেলিভিশন) ও শাখাওয়াত জামিল দোলন (বাংলাভিশন টেলিভিশন)।
আমাদের প্রতি আস্থা রাখায় চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ) এর সম্মানিত সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগঠনকে এগিয়ে নিতে ইনশাআল্লাহ আমরা তৎপরত থাকব। পাশাপাশি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
আজকের নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন উপহার দেয়ার জন্য সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ (এটিএন বাংলা টেলিভিশন) ও ডাবলু কুমার ঘোষ (মাছরাঙ্গা টেলিভিশন) কে আন্তরিক ধন্যবাদ।

Reporter Name 
















