ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা করলেন জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বি.এম রুবেল আহমেদ। ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে চরধরমপুরে (টাঙ্গন) ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের পক্ষে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জুবায়ের হাসান, সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, বাশির আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা। বক্তব্যে সবাই ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। নির্বাচনী সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির জন্য মোনাজাত করেন হাফেজ ফাহিম উদ্দিন। মোনাজাত শেষে চরধরমপুরের বিভিন্ন পাড়ায় ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।

Reporter Name 


















