রাজশাহী-১ আসনে বিএনপির শক্ত অবস্থান শরীফ উদ্দীন ও তারেকের ঐক্যে নতুন প্রাণ পেল তৃণমূল সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কর্মীরা।
মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে গোদাগাড়ী পৌর বিএনপি কার্যালয় চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীনের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বলেন, ভোটই জনগণের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত। গণতন্ত্র ও সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল দলের অভ্যন্তরীণ ঐক্য। মনোনয়নকে কেন্দ্র করে অতীতে দূরত্ব থাকলেও, এদিন একই মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিশিষ্ট শিল্পপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য মোঃ সুলতানুল ইসলাম তারেক। তিনি জানান, দলের বৃহত্তর স্বার্থে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি ও শরীফ উদ্দীন এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।
গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন)।
বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের হাসি হাসবে ধানের শীষ। উপজেলার সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে উপস্থিত নেতা-কর্মীরা আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনরায়ের প্রতিফলন ঘটানোর শপথ নেন।
সভার শেষ পর্যায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতা-কর্মীরা স্লোগান দেন এই মিলনমেলা, এই ঐক্য, এই হাসি, ১২ ফেব্রুয়ারি বিজয়ের হাসি।
সভা শেষে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়।

Reporter Name 


















