নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে সোনামসজিদগামী মহাসড়কে ট্রাকের সঙ্গে সেলো ইঞ্জিনচালিত টলির সংঘর্ষে একজন আহত হয়েছেন। বুধবার বিকেল পাঁচটায় দিকে মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনামসজিদের দিকে মালামাল বহনকারী একটি সেলো ইঞ্জিনচালিত টলি যাচ্ছিল। এ সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বেপরোয়া গতির টলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় টলিটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক পালিয়ে যায় হেলপার গুরুতর আহত হন।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্থানীয়রা মহাসড়কে যানবাহনের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। বিশেষ করে সেলো ইঞ্জিনচালিত যান ও ভারী যানবাহনের চলাচল আলাদা নিয়ন্ত্রণের আহ্বান জানান তারা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Reporter Name 


















