চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় হত্যাকান্ডের ০২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনায় জড়িত ০৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ ১৬:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডস্থ প্রান্তিকপাড়া হতে হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় ২নং আসামী মোসাঃ নুরি বেগম (২০), ৫নং আসামী মোঃ বাবু (২৮), ৬নং আসামী মোসাঃ সোহাগী (৫০) ও ৭নং আসামী মোসাঃ খাতিজা (৫০) দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদয় থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সম্রাট আলী শান্ত (২২) এর পিতা মৃত নাসির উদ্দিন ওরফে বাসু (৪৫), পিতা-মৃত আক্তার মুন্সি, সাং-আলীনগর ভূভুতপুকুর, বর্তমান সাং-প্রাপ্তিকপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বাদীর ছোট খালা মোসাঃ লায়লা বেগম (৩৫), ইং ২৭/০১/২০২৬ তারিখ দুপুর অনুমান ১২.৪০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভাস্থ রেলবাগান প্রাপ্তিকপাড়া জনৈক মোসাঃ আদরী বেগম এর বাড়ীর সামনে পৌরসভার সাপ্লাই পানির ট্যাপ হতে পানি নিতে গেলে ২নং আসামী মোসাঃ নুরি বেগম এর সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আসামী নুরি বেগম মোবাইল ফোনে অন্যান্য আসামীদের ডেকে আনে এবং একই তারিখ বেলা ০১.১৫ ঘটিকার সময় আসামীগন হাতে সজনে গাছের ডাল, লাঠি, রড নিয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভাস্থ রেলবাগান প্রান্তিকপাড়া গ্রামস্থ জনৈক মোঃ জহুরুল ইসলাম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর বাদীর খালা মোসাঃ লায়লা বেগমকে দেখতে পেয়ে ১নং আসামী মোঃ নিয়াজ আলীর হুকুমে সকল আসামীগন বাদীর খালাকে এলোপাথারী মারপিট করতে থাকে। তখন বাদীর পিতা মৃত নাসির উদ্দিন ওরফে বাসু আসামীদের কবল হতে লায়লা বেগমকে রক্ষার জন্য এগিয়ে গেলে ৫নং আসামী মোঃ বাবুর হুকুমে ২-৫নং আসামীগন সজনার ডাল, লাঠি, লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে বাদীর পিতা নাসির উদ্দিন ওরফে বাসুকে এলোপাথারী ভাবে আঘাত করে। এতে মৃত নাসির উদ্দিন ওরফে বাসু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে আসামীগন বাদীর পিতাকে এলোপাথারী কিলঘুষি মারতে থাকে। তখন বাদী, সাক্ষীগণ সহ আরো লোকজন এগিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় মৃত নাসির উদ্দিন ওরফে বাসুকে ফেলে রেখে চলে যায়। মৃত নাসির উদ্দিন ওরফে বাসুর অবস্থা আশংকাজনক হওয়ায় সাক্ষীগনের সহায়তায় অজ্ঞাত অটোযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিন ওরফে বাসুকে ইং ২৭/০১/২০২৬ তারিখ দুপুর ০১.৪৮ ঘটিকায় মৃত ঘোষনা করেন। পরবর্তীতে বাদী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আসামী ১। মোঃ নিয়াজ আলী (৪৮), পিতা-মৃত আমজাদ আলী, সাং-মসজিদপাড়া, ২। মোসাঃ নুরি বেগম (২০), স্বামী-বাবু, সাং-প্রান্তিক পাড়া, ৩। মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-নিয়াজ আলী, ৪। মোঃ রফিক (২৯), পিতা-মোঃ নিয়াজ আলী, উভয় সাং-মসজিদপাড়া, ৫। মোঃ বাবু (২৮), পিতা-মৃত এরশাদ আলী, সাং-প্রান্তিক পাড়া, ৬। মোসাঃ সোহাগী (৫০), স্বামী-মোঃ নিয়াজ আলী, সাং-মসজিদপাড়া, ৭। মোসাঃ খাতিজা (৫০), পিতা-মৃত ইউনুস, সাং-প্রান্তিক পাড়া, সর্বথানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জদের বিরুদ্ধে একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন।

Reporter Name 


















