চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানে বুধবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করেছেন। এ সময় বাল্য বিয়ে দেবার অপরাধে পাত্রীর ফুপুসহ ১ যুবককে আটক করা হয়।
আটককৃত নারী বালুবাগান মহল্লার মৃত ফাকু মন্ডলের মেয়ে মোসা. কিরণ বেগম (৪২) ও একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সারোয়ার হোসেন (২৩)।
চাঁপাইনবাবগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার বালুবাগান মহল্লায় বাল্য বিয়ের আয়োজন চলছে গোপন সূত্রে খবর আসে। খবর পাবার পর সে বাড়িতে অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন আসামী কিরণ বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর আসামী সারোয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
-[কপোত নবী-০১-০৮-১৯]
Leave a Reply