নিজস্ব প্রতিবেদক: নতুন কমিটি গঠণের পর জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘শোকাবহ আগস্ট স্মরণে শোক ও পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে অনুষ্ঠিত শোক ও পরিচিতি সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ন- আহবায়ক মেসবাউল হক জুয়েল, সদস্য সচিব মাহবুব হাসান ঋতু, ডা. মুন্সি নজরুল ইসলাম।
পরে জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন আহবায়ক কমিটির সব সদস্যদের পরিচয় করিয়ে দেন শহিদুল ইসলাম রানা। এর আগে সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শোকর্যালী বের হয়ে শহর ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শ্রমিক লীগের নের্তৃবৃন্দরা।
-কপোত নবী-০৪-০৮-১৯
Leave a Reply