নাচোল প্রতিনিধি:-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্য বিয়ে পড়ার অপরাধে কাজীর প্রতিনিধিসহ বর ও কনের মামাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। নাচোল থানা পুলিশ ও স্থানীয়দেরসূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার দোগাছী গ্রামে গোপনে ৮ম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করে মেয়ের মা-বাবা ও তার মামা। রাত ৯ টার দিকে রাজশাহীর লক্ষিপুর ভাটাপাড়া গ্রামের বাবর আলীর ছেলে নাইম আলী (২০) বর সেজে বিয়ের আসরে বসে। নেজামপুর ইউনিয়নের কাজী এরফান আলীর প্রতিনিধি দোগাছী গ্রামের মুঞ্জুর হোসেনের ছেলে রবিউল ইসলাম(৪০) বিয়ের কাবিন রেজিস্ট্রিও করেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নাচোল উপজেলা নির্বাহী অীফসার ও নাচোল থানাকে জানালে নাচোল থানাপুলিশ বিয়ের আসর থেকে বর নাইম আলী, কাজীর প্রতিনিধি রবিউল ইসলাম, দোগাছী গ্রামের জহিরুলের মেয়ে (কনে) সাহিদা খাতুন (১৫), বরের মা খালেদা বেগম(৩৫), বরের সঙ্গী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের নূর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রবিবার পুলিশ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার নিকট উপস্থাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বর নাইম আলীকে এক মাসের, কাজীর প্রতিনিধি রবিউল ইসলামকে ৭দিনের ও কনের মামা হুমায়ুণ কবিরকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
Leave a Reply