মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ এর নিজ উদ্যোগে থানায় গাড়ি রাখার ছাউনি ঘর নির্মাণ করা হয়েছে। নাচোল থানা চত্বরে পুলিশ সদস্যদের মোটর সাইকেল রাখার জন্য সদ্য নির্মিত হওয়া একটি গাড়ি রাখার ছাউনি ঘর এবং থানায় সেবা নিতে আসা সাধারণ জনগনের মোটর সাইকেল রাখার জন্য অপর একটি ছাউনি ঘর নির্মান করা হয়েছে।
নাচোল থানায় গত বছর ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ যোগদানের পর থানায় এসে দেখতে পান যে, থানা চত্বরে পুলিশ সদস্যদের মোটর সাইকেল রাখার কোন ছাউনি ঘর নেই এমন কি সেবা গ্রহিতাদের গাড়ি রাখার ও কোন ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই পুলিশ সদস্যদের মোটর সাইকেল রাখতে থানায় হিমসিম খেতে হয়।তাছাড়া থানায় সরকারি গাড়িটা রাখার জন্য ও কোন ছাউনি ঘর নেই। নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ ছাউনি ঘর নির্মাণের বিষয়টি খুব গুরত্বের সাথে দেখেন। গত মার্চ মাস থেকে থানা চত্বরে পুলিশ সদস্যদের মোটর সাইকেল রাখার জন্য একটি ছাউনি ঘর এবং সেবা নিতে আসা সাধারণ জনগনের গাড়ি রাখার জন্য অপর একটি ছাউনি ঘর নির্মাণের কাজ শুরু করেন।
বর্তমানে গাড়ি রাখার ছাউনি ঘর নির্মাণের কাজ শেষের পথে। ওসির নিজ অর্থায়নে প্রায় এক লক্ষ টাকা ব্যায়ে গাড়ি রাখার দুটি ছাউনি ঘর নির্মাণ করা হয়েছে। থানায় সেবা নিতে আসা সাধারণ জনগন ওসির এমন উদ্যোগ কে ধন্যবাদ জানিয়েেেছ।
এ বিষয়ে নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ জানান,আমি গত বছরে থানায় যোগদানের পর এসে দেখতে পাই যে,থানায় পুলিশ সদস্যদের মোটর সাইকেল রাখার কোন ছাউনি ঘর নেই এমন কি সেবা গ্রহিতাদের গাড়ি রাখার ও কোন ব্যবস্থা নেই।বৃষ্টির সময় থানায় গাড়ি রাখতে পুলিশ সদস্যদের হিমসিম খেতে হয়।তাই আমি থানায় নিজ উদ্যোগে থানায় পুলিশ সদস্যদের মোটর সাইকেল ও সেবা গ্রহিতাদের গাড়ি রাখার নির্মিত্বে এ ছাউনি ঘর দুটি নির্মাণের উদ্যোগ গ্রহন করি।
Leave a Reply