বরেন্দ্র নিউজ : নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা ভোলাহাট । এ উপজেলায় লক্ষাধীক মানুষের বসবাস। উপজেলার ভোটার সংখা প্রায় ৭৪ হাজার। এখানে বিএনপির ৪০ হাজার ভোট। ভোলাহাটকে বলা হয় ভোলাহাটের মাটি বিএনপির ঘাটি। আলহাজ্জ্ব আমিনুল ইসলাম এমপি নির্বাচিত হওয়ার পরে এই প্রথম ভোলাহাট আসছেন। এমপি আলহাজ্জ্ব আমিনুলের আগমন উপলক্ষে নেতা কর্মীদের মাঝে যেন আনন্দের জোয়ার বইছে। দীর্ঘ ১০ বছর পরে এমপি ফিরে পেয়ে ভোলাহাটের বিএনপি যেন প্রান ফিরে পেয়েছে। জানা গেছে দশ লাখ টাকা ব্যায়ে দশ হাজার লোকের আয়োজন করা হচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী সোমবার ৩ জুন ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছে ভোলাহাট থানা বিএনপি।
আয়োজনকে ঘিরে ভোলাহাট উপজেলা ছাত্রদল সেক্রেটারী কায়সার আহমেদ কোচি এমপি আলহাজ্জ্ব আমিনুলের পক্ষ থেকে সবাইকে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply