চাঁপাইনবাবগঞ্জের
ভোলাহাটে, ২০ আগস্ট মংগলবার সকাল সাড়ে ৮ টার দিকে সড়ক দুর্ঘটনায় এজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায় মৃত ব্যক্তি ভোলাহাট থানাধীন গোহালবাড়ী ইউনিয়নের বীরেশ্বরপুর গ্রামের, বগানপাড়ার,মারহূম, মো আ.খলিল মৌলবীর বড় ছেলে মোঃ আ.কাদের (৫০) সোনাজল বিল নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে মাহিন্দ্র এবং টলির মোখামোখি সংঘর্ষে গুরোতর আহত হয়।
পরে তাকে ভোলাহাট সরকারী স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে প্রেরন করেন রাজশাহী যাওয়ার পথে তিনি মারা যান।
এ নিয়ে মৃত কাদেরের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পলিশ জানায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply