ধানের শীষ প্রতিকের প্রার্থী জিএম কাদেরের পক্ষে প্রচারণা শুরু করেছেন বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা -বরেন্দ্র নিউজ।
আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া -৬ (সদর )আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দি ৭ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দের চিঠি হস্তান্তর করেন। এরপরই প্রচারণা শুরু হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিক বরাদ্দ প্রাপ্ত প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোঃ সিরাজ (ধানের শীষ) ,আ’লীগের প্রার্থী এসএম টি জামান নিকেতা (নৌকা) ,জাতীয় পার্টির প্রার্থী নূরুল ইসলাম ওমর (লাঙ্গল) ,বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান (ডাব) , বাংলাদেশ মুসলিমলীগের প্রার্থী মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন) , স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ ওরফে মিঠ (ট্রাক )ও মোঃ মিনহাজ ((আপেল)।
এ দিকে প্রতিক বরাদ্দ পাওয়ার পর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নৌকার প্রার্থী নিকেতার পক্ষে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া ধানের শীষসহ অন্য প্রতিকের পক্ষেও শুরু হয়েছে মাইকিং ও লিফলেট বিতরণ।
ধানের শীষের পক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী বেলাল, রেজাউল করিম বাদশা, আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল আলম মামুন, তাহা উদ্দিন নাহিন, নাজমা আক্তার প্রমুখ।
নৌকার পক্ষে গণসংযোগ করেন জেলা আ’লীগের সহসভাপতি আব্দুল মতিন , সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু, প্রার্থী টি জামান নিকেতা রেজাউল করিম মন্টু, এড. আমানুল্লাহ্, রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন মাশরাফি হিরো প্রমুখ। তবে ইদের ছুটির পরেই জমে উঠবে প্রচারণা ।
Leave a Reply