ডি এম কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ড পাঠান পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেড নজরুল ইসলাম এর সমর্থনে উঠান বৈঠকটি হয়। পশ্চিম পাঠান পাড়ার মহল্লাবাসী এ বৈঠকের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেড নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জজকোট’র পিপি যোবদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ বাবু, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ হোসেন রানা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান।
আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা যুবলীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফউদ্দৌলা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহŸায়ক মনিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
১৪ অক্টোবর নির্বাচনের জন্য একত্রে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে মাঠে থেকে কাজ করার আহŸান জানান সভার বক্তারা।
Leave a Reply