ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সেন্ট্রাল প্রেসক্লাবের প্রথম মাসিক সাধারণ সভা এবং বার্ষিক বনভোজন শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার কসবা উজিরপুর দরগা প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই আয়োজনে ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সাধারণ সভার মূল আলোচনা
সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুর রহমান মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, স্থানীয় সংবাদ সংগ্রহ ও বস্তুনিষ্ঠ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,সভাপতি নাসিম, এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল গোমস্তাপুর, ভোলাহাট কল্যাণ তহবিলের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সারওয়ার জাহান সুমন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন তার বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনে সকল সদস্যকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানান এবং স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রকে সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন। সাধারণ সভার দ্বিতীয় অংশে প্রেসক্লাবের সকল সদস্যের অংশগ্রহণে এক আনন্দঘন বনভোজন অনুষ্ঠিত হয়। উজিরপুর দরগা প্রাঙ্গণের মনোরম পরিবেশে সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও সুদৃঢ় হয়। এই বনভোজন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে কর্মজীবনের ব্যস্ততা থেকে সামান্য বিরতি এনে দেয় এবং মিলনক্ষেত্র তৈরি করে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রকে আরও সুসংগঠিত করতে এবং সদস্যদের পেশাগত দক্ষতা বজায় রাখতে সংগঠনটি নিয়মিতভাবে এ ধরনের সভা আয়োজনের মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

Reporter Name 

















