আরব বিশ্বের মধ্যে শান্তি বজায় রাখতে তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টকে কোরআনের আয়াত অনুসরণ করার আহবান জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ তিন দেশের কূটনীতিকদের নিয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে তিনি এ আহবান জানান।
রুশ প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় ইয়েমেন যুদ্ধের ব্যাপারে আরব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আরব উপদ্বীপের শান্তি, নিরাপত্তা ও স্থিতি ফিরিয়ে আনতে ইয়েমেন যুদ্ধের অবসান প্রয়োজন।
এ সময় তিনি সুরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতের কিছু অংশ উদ্ধৃত করেন। যার অর্থ, ‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। অতঃপর তিনি তোমাদের অন্তরে সদ্ভাব সৃষ্টি করলেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে’।
অর্থাৎ, এ কথা স্পষ্ট যে তিনি আরব দেশগুলোকে নিজেদের মধ্যে সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তাদেরকে এক হয়ে চলার আহবান জানিয়েছন।
Leave a Reply