চাঁদপুরে তিন নদীর মোহনায় তীব্র স্রোতের মুখে পড়ে গাছের গুঁড়ি বোঝাই ট্রলার ডুবে গেছে। এ দুর্ঘটনায় মফিজুল ইসলাম (৩০) নামে একজন মাঝি নিখোঁজ রয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মফিজুল ইসলাম শরীয়তপুরের সখীপুর উপজেলার বালারকান্দি গ্রামের বাসিন্দা।
এ দুর্ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া ট্রলারের অপর মাঝি আলমগীর হোসেন জানান, ভোরে সখীপুরের বালারবাজার থেকে গাছের গুঁড়ি নিয়ে চাঁদপুরের পুরানবাজারের উদ্দেশে ট্রলারযোগে রওয়ানা দেন তিনি এবং মফিজুল ইসলাম। ট্রলারটি সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের তিন নদীর মোহনা বড়স্টেশন এলাকায় পৌঁছালে তীব্র ঘূর্ণি স্রোতের মুখে পড়ে। এ সময় মুহূর্তের মধ্যে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়।
আলমগীর হোসেন আরো জানান, তিনি সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেলেও তার সঙ্গে থাকা মফিজুল ইসলাম ট্রলারের সঙ্গে তলিয়ে যান।
এদিকে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান শুরু করেছে। তবে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত নিখোঁজ মফিজুল ইসলামের কোনো সন্ধান মেলেনি।
চাঁদপুরে ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফরিদ আহমেদ জানান, নদীতে তীব্রস্রোত বইছে। তারপরও নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান অব্যাহত থাকবে।
গত কয়েক দিনের বৃষ্টিপাতে উজানের পানির চাপে চাঁদপুরের তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণি স্রোতের সৃষ্টি হয়েছে। ফলে বিপদসঙ্কুল এ এলাকায় ছোটবড় নৌযান দুর্ঘটনা কবলিত হচ্ছে।
Leave a Reply