হাবিবুল বারি হাবিব, শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় উপজেলা শিবগঞ্জ। এই উপজেলা ১ টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। শিবগঞ্জ সদরের সবচেয়ে বড় ও ব্যস্ততম মোড় মনাকষা মোড়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়তই জ্যাম থাকে এই মোড়টিতে। ফলে উপজেলা সদরের পশ্চিমের ৪/৫ টি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তির শিকার হয় প্রায়ই। আবার শিবগঞ্জ বাজার মনাকষা মোড় থেকে মনাকষা রোডের শুরুতেই রয়েছে বেশ কয়েকটি আড়ৎ ও বিভিন্ন বড় বড় দোকান এবং হোটেল। যার ফলে যানবাহন ও পথচারীদের ভীড় যেন রয়েই যায় সারাদিন।
কিন্তু ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই রাস্তাটির শুরুতেই বেশ কয়েকটি ভাঙন রয়েছে কয়েকমাস থেকেই। সামান্য বৃষ্টিতেই পানি জমে কর্দমাক্ত হয়ে যায় গর্তগুলো। ফলে যানবাহন ও মানুষ চলাচলে ব্যাঘাত ঘটে প্রায়ই। আবার একটু দূরেই আলুপট্টি মোড়ে পুকুর পাড়ের রাস্তাটি যেন দিন দিন মর ফাঁদে পরিনত হচ্ছে। রাস্তাটির এক পাশের ভাঙ্গা অংশ মেরামতের অভাবে দিন দিন বেড়েই চলেছে। যার ফলে এক লেনের রাস্তার আবার অর্ধেকটা অকেজো হয়ে পড়ায় প্রায়ই বিভিন্ন যানবাহনকে পুকুরে পড়ে যাওয়ার ঝুঁকি নিয়েই এক পাশ দিয়ে অতিক্রম করতে হয়। দিনের অধিকাংশ সময়ই যেন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্ন যানবাহনকে। যেখানে দুর্ঘটনার আশংকা অনেকটাই বেশি। রাস্তাটি মেরামতের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, আমরা বিষয়টি নজরে নিলাম, যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষটি জানানোর পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply