ভোলাহাট প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার( ১৭ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে মোহবুল্লাহ কলেজ সংলগ্ন রাস্তার পাশে থ্রি স্টার প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল আজিমের সঞ্চালনায় ও সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সিপাল অফিসার) ভোলাহাট উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার মো. হাবিব আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সিপাল অফিস) চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোরসেদ ইমাম,ভবন মালিক মোঃ রাফিজুল ইসলাম ডাবলু ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন,মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ রহমত আলী,রামেশ্বর পাইলট ইন্সটিটেশনের প্রধান শিক্ষক কুরবান আলী প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সিপাল অফিসার) ভোলাহাট উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার মো. হাবিব আনোয়ার ।
এ সময় ব্যাংকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাও. মোঃ আব্দুল কাদির।
দোয়া মাহফিলে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন। উল্লেখ্য,কার্যালয়টি গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের যাওয়ার রাস্তার পাশ থেকে স্থানান্তর করে একই মালিকের মোহবুল্লাহ কলেজ সংলগ্ন উপজেলা যাওয়ার পথে থ্রি স্টার প্লাজার নতুন ভবনের দ্বিতীয় তলায় আনা হয়েছে।

Reporter Name 

















