শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৭ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার সেলিবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলী।
তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।
তিনি আরো বলেন, পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। তার পাশাপাশি যদি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।তাহলে তার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে এবং শিক্ষার্থীরা স্কুলমুখী হবে শতভাগ, পড়াশোনায় হবে মনোযোগী। আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে চাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মো.কামরুজ্জামান সরদার, সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রাকিবা খাতুন, সাংবাদিক আহসান হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে বলা হয়, শিবগঞ্জ উপজেলার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাই ৪৪হাজার ৯শ ৭৩জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে।

Reporter Name 

















