এ বাশার চঞ্চল (নওগাঁ) রাণীনগর প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরের আলোচিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক হকা (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নেশা জাতীয় ১৩ পিস এ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মোজাম্মেল উপজেলা সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত মকিম উদ্দিনের ছেলে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সদরের রেলগেটের পেট্রল পাম্প এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক হকাকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার কাছ থেকে নেশা জাতীয় ১৩ পিস এ্যাম্পুল,মাদক বিক্রির ২০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি মো: শাহিন আকন্দ আরো জানান, মোজাম্মেল হক হুকার বিরুদ্ধে রাণীনগর এবং নওগাঁ সদর থানাসহ একাধিক থানায় মাদক,চুরি ও বিভিন্ন অভিযোগে ১১ টি মামলা রয়েছে। buy twitter accounts
Leave a Reply